শ্রীলংকার বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে শ্রীলংকার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের দলের। ৬ ওভারের ম্যাচে সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১০৪ রানের টার্গেট ১ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে যায় শ্রীলংকা।
মংককে হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ পুঁজি দাঁড় করায় ১০৩ রান। ওপেনার জিসান আলম ১১ বলে ৫ ছক্কা ও ১ চারে করেন ৩৬ রান। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন করেন ৪ বলে ১৬ রান। অধিনায়ক সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান। ৬ বলে ১৮ রান আসে আবু হায়দার রনির ব্যাট থেকে।
বল হাতে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। লংকান ওপেনার সান্দুন উইরাক্কোদি ১৬ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫০ রান করে রিটায়র্ড হার্ট হন। আরেক ওপেনার লাকশান করেন ৬ বলে ২৪ রান। মাঝে লাহিরু সামারকুন অধিনায়খ মাদুসানঙ্কাকে দ্রুত ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি নিমেশ ভিমুকথির কারণে। এই ব্যাটার ৪ বলে ১২ রানের ইনিংস খেলে ১ বল আগে লংকানদের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে ২ ওভারে ৪৪ রান দিয়েছেন সাইফুদ্দিন। সোহাগ গাজী ও রনি ১ ওভারে দিয়েছেন ২০ রান করে। জিসান ছিলেন সবচেয়ে কিপটে। ১ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট তুলেছেন মাত্র ৪ রান খরচ করে। শেষ ওভারে আব্দুল্লাহ আল মামুন ১৩ রান খরচ করলে জয় পায় লংকানরা।