প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনা-ঋতুপর্ণারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত
নারী সাফ চ্যাম্পিয়নদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের অভাব-অভিযোগের কথাও শুনেছেন তিনি। এসময় ফুটবলারদের সব ধরনের সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে ফিরে অধিনায়ক সাবিনা খাতুন ও ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা কোন বিষয়গুলো প্রধান উপদেষ্টার নজরে আনার চেষ্টা করেছেন, সে বিষয়টি গণমাধ্যমকে জানান অধিনায়ক সাবিনা।
তিনি বলেন, ‘আমাদের পরিবারের অনেকে ঢাকায় আসে, কিন্তু তাদের থাকার জায়গা থাকে না। তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আমাদের পরিবারের জন্য একটি আবাসন ব্যবস্থার।’
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের বাড়িঘর, এলাকার সড়ক এবং বিদ্যুৎ সমস্যার কথাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন ফুটবলাররা।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ফুটবল সংশ্লিষ্ট বিষয়াদিও তুলেছেন সাবিনারা। এই যেমন বাফুফে ভবনের পাশে টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামের টার্ফও এখন প্রায় অকেজো। তাই নারীদের খুব ভোরে মতিঝিল থেকে বসুন্ধরায় যেতে হয়। এসব সমস্যা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন ফুটবলাররা।
নারী ফুটবলারদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শুনে লিখিত আকারে দিতে বলেছেন প্রধান উপদেষ্টা, ‘তিনি আমাদের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে জেনেছেন। সবগুলো লিখিত দিতে বলেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে এই চিঠি দেব’-যোগ করেন সাবিনা।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নেপালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরার খেতাব জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।