Logo
Logo
×

খেলা

ব্যাটে-বলে ‘অবিশ্বাস্য’ সাইফউদ্দিন, সেমিফাইনালে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

ব্যাটে-বলে ‘অবিশ্বাস্য’ সাইফউদ্দিন, সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: বিসিবি

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে। আরব আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাংলাদেশি ব্যাটাররা কিছুটা চাপের মধ্যে থাকলেও আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১ ও জিসান আলমের অপরাজিত ১৭ বলে ৩৪ রানের ইনিংসে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ।

এই দুই ওপেনারের জুটিতে আসে ৫৯ রান। ৩৪ রানের ইনিংসে তিনটি করে চার-ছক্কা হাঁকান জিসান।

মামুন আউট হলে ক্রিজে এসে মাত্র ৯ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাইফউদ্দিন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও একটি চারের মার। তার অনন্য ব্যাটিং নৈপুণ্যে প্রতিপক্ষের সামনে ১১২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।

ওই রান তাড়া করতে নামা আমিরাতকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারেই তিনি ২ উইকেট তুলে নেন। ১.২ ওভার বল করে মোটে ৭ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন তিনি।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩.২ ওভারে ৩ উইকেটে ৪৩ রান স্কোরবোর্ডে জমা করে আমিরাত। ম্যাচ শেষ পর্যন্ত পুনরায় শুরু করা না যাওয়ায় ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (৩ নভেম্বর) সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম