Logo
Logo
×

খেলা

ফেরার অপেক্ষায় পাকিস্তানের সেই হাসনাইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

ফেরার অপেক্ষায় পাকিস্তানের সেই হাসনাইন

হাসনাইন

প্রায় দুই বছর পর পাকিস্তানের হয়ে মাঠে নামার অপেক্ষায় পেসার মোহাম্মদ হাসনাইন। সব ঠিক থাকলে আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই একাদশে দেখা যেতে পারে এই তরুণ পেসারকে। ইঙ্গিত মিলছে তেমনই।

পাকিস্তানের হয়ে সবশেষ হাসনাইনকে দেখা গিয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে। এর পর থেকেই দলের বাইরে তিনি। তবে এবার এই পেসার আছেন ফেরার অপেক্ষায়।

একটা সময় হাসনাইনকে পাকিস্তান দলের দারুণ সম্ভাবনাময় মনে করা হতো। কার্যকর একজন পেসার হিসেবে নিজের সক্ষমতার প্রমাণও দিয়েছেন হাসনাইন। এখন পর্যন্ত এই পেসার পাকিস্তানের হয়ে খেলেছেন ৯টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ওয়ানডেতে ১২ ও টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মেলবোর্নে কঠোর অনুশীলন করেছে পাকিস্তান দল। যেখানে শারীরিক ফিটনেস ও ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে। শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আমির জামালসহ বাকি পেসারদের দেখা গেছে কঠোর অনুশীলন করতে। কেননা, অস্ট্রেলিয়ায় জিততে বাড়তি দায়িত্ব নিতে হবে এই পেসারদেরই।


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের সূচি:

৪ নভেম্বর: ওডিআই, এমসিজি, মেলবোর্ন 

৮ নভেম্বর: ওডিআই, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

১০ নভেম্বর: ওডিআই, পার্থ স্টেডিয়াম, পার্থ

ঘটনাপ্রবাহ: পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম