Logo
Logo
×

খেলা

আইপিএলেও কদর কমছে ধোনির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

আইপিএলেও কদর কমছে ধোনির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এবার মনে হচ্ছে আইপিএল থেকেও ভারতীয় এই সফল অধিনায়ককে অবসর নিতে হবে। 

নভেম্বরে হবে নিলাম। এবারের মেগা নিলামের আগে রিটেইন করা খেলোয়াড়দের তালিকায় বাজার মূল্য কমেছে ধোনির। ১০ দল মিলে ধরে রেখেছে ৪৬ জন ক্রিকেটারকে। 

এই ধরে রাখার মধ্যেই অনেকের দাম বেড়েছে, অনেকের আবার কমেছে। দাম কমে যাওয়া ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় নাম মাহেন্দ্র সিং ধোনি। আর নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি এখন দক্ষিণ আফ্রিকান তারকা হেনরি ক্লাসেন।

চেন্নাইয়ের তারকা ধোনি গতবার দলটি থেকে পেয়েছেন ১২ কোটি রুপিতে। এবার তার দাম কমে হয়েছে ৪ কোটি রুপি। 

গতবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝড় তোলা হেনরিখ ক্লাসেনকে ধরে রাখতে তাদের খরচ করতে হয়েছে ২৩ কোটি রুপি; যা বিরাট কোহলির মূল্য থেকেও বেশি। আইপিএলের নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি এখন ক্লাসেন। দ্বিতীয় স্থানে আছেন কোহলি ও নিকোলাস পুরান। দুজনের দামই সমান ২২ কোটি রুপি। এরমধ্যে কোহলি খেলছেন বেঙ্গালুরুর হয়ে আর পুরান খেলছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। 

নিলামের আগে আইপিএলে যে ক্রিকেটারদের দর বেড়েছে তাদের মধ্যে রয়েছেন- বিরাট কোহলি, বরুন চক্রবর্তী, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংসহ ৪০ জন ক্রিকেটার। 

আগে ৫৫ লাখ পাওয়া রিঙ্কু কেকেআরে এখন পাবেন ১৩ কোটি রুপি। ১৬ কোটি থেকে বেড়ে রোহিতের দাম বেড়ে হয়েছে ১৬ কোটি ৩০ লাখ। পান্ডিয়া মুম্বাইতে আগে পেতেন ১৫ লাখ রুপি। এবার পাবেন ১৬ কোটি ৩৫ লাখ। ৮ কোটি থেকে সূর্যকুমার যাদবকেও ১৬ কোটি ৩৫ লাখে রেখে দিয়েছে মুম্বাই। 

বিদেশিদের মধ্যে দাম বেড়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ট্রিস্টান স্টাবসেরও। দিল্লি ক্যাপিটালসে মাত্র ৫৫ লাখ তিনি পেয়েছেন গত আসরে। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন স্টাবস। তাইতো দাম উঠেছে ১০ কোটি রুপিতে। রাজস্থানে শিমরন হেটমায়ার পেতেন ৮ কোটি রুপি। তাকে রেখে দিতে দলটি এবার ঢেলেছে ১১ কোটি রুপি। রশিদ খানও এবার বেশি পাবেন। গুজরাটে ১৫ কোটি থেকে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি রুপিতে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম