Logo
Logo
×

খেলা

আইপিএলে ৫ দলের অধিনায়ক ছাঁটাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

আইপিএলে ৫ দলের অধিনায়ক ছাঁটাই

ছাঁটাই হওয়া দুই অধিনায়ক রাহুল ও ডু প্লেসি

সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েও ছাঁটাই হতে হয়েছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। নিলামের আগে রিটেইন প্লেয়ারদের তালিকায় রাখা হয়নি এই মিডলঅর্ডার ব্যাটারকে। শুধু তিনিই নন; দশ ফ্র্যাঞ্চাইজির পাঁচটিতেই ছাঁটাইয়ের শিকার হতে হয়েছে অধিনায়কের।

এদের মধ্যে কেবল লখনউ সুপার জায়েন্টস অধিনায়ক লোকেশ রাহুলের ছাঁটাই হওয়া এক রকম নিশ্চিত ছিল। কেননা, সবশেষ আসরে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে মাঠেই উত্তেজিতভাবে ‘বকাঝকা’ করতে দেখা গিয়েছিল রাহুলকে। সে হিসেবে এই মৌসুমে রাহুলের বাদ পড়াটা চমক জাগানিয়া না। তবে তিনি ছাড়াও নেতৃত্ব থেকে বাদ পড়েছেন দিল্লির ঋষভ পান্ত, বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসি ও পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।

এদের মধ্যে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। সবশেষ মৌসুমে সেই অর্থে অবদান রাখতে পারেননি তিনি। অন্যদিকে সাফল্য পেতে নতুন নেতৃত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। যে কারণে সৌরভ গাঙ্গুলিকে কোচের পদ থেকে ছেঁটে ফেলার পর বাদ দেওয়া হয়েছে পান্তকেও।

এই পাঁচ অধিনায়ক বাদ পড়ার ফলে আসন্ন নিলামে তোলা হবে তাদের। সেখানে দলগুলোর পছন্দের ভিত্তিতে দল পাবেন ঋষভ পন্থ, কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা। 

আগামী নভেম্বরের শেষের দিকে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে ঠিক হবে দল থেকে ছাঁটাইয়ের শিকার হওয়া এই ক্রিকেটারদের কত টাকা দিয়ে কিনছে কোন দল।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম