Logo
Logo
×

খেলা

আবারও রাহুলকে ‘প্রকাশ্যে’ কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:০৬ এএম

আবারও রাহুলকে ‘প্রকাশ্যে’ কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হারের পর মাঠে নেমেই অধিনায়ক কেএল রাহুলকে তিরস্কার করেছিলেন দলটির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। এরপর দাবি করা হয়েছিল, বিবাদ মিটিয়ে নিয়েছে দুপক্ষ।  

তবে আদতে তার কিছুই হয়নি। যা হয়েছিল, ‘তা লোক দেখানো’। আগামী আসরের জন্য লখনউ সুপার জায়ান্টসের রিটেনশন তালিকায় নেই রাহুলের নাম। শুধু তাই নয়, রাহুলের নাম মুখে না নিয়ে খোঁচা মেরেছেন গোয়েঙ্কা। তার ভাষ্য, যারা দলের জন্য খেলে তাদেরকেই রিটেন করেছে লখনউ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্টার স্পোর্টসের এক ভিডিওতে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আমাদের কাছে বিষয়টা খুব স্পষ্ট ছিল। যে সব ক্রিকেটাররা দলের কথা ভাবে এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখে না, আমাদের দল শুধু তাদেরই রিটেন করেছি।  আমরা চেয়েছি যারা দলের কথা ভাবে সেই কোর টিমকে যতটা সম্ভব রিটেন করতে। ক্রিকেটারদের মধ্যে জেতার তাগিদ দেখেই তাদের রিটেন করা হয়েছে’।

মোট পাঁচজন প্লেয়ারকে রিটেন করেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের পাশাপাশি রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব এবং বাঁহাতি পেসার মহসিন খান ও আয়ুষ বাদোনি রয়েছে এই তালিকায়।

আইপিএলে ২০২২ সালের সংস্করণে অভিষেক হয় লখনউ সুপার জায়ান্টসের। ওই সময় তাদের সেরা পছন্দ ছিল কেএল রাহুল। তার নেতৃত্বে প্রথম দু আসরে প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। অবশ্য গত আসরে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তার ওপর সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পরই দলের কর্ণধারের সঙ্গে ব্যাপক দূরত্ব তৈরি হয় লোকেশ রাহুলের। 

বার্তাসংস্থা পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, রাহুলের স্ট্রাইকরেট নিয়ে লখনউ টিম ম্যানেজম্যান্ট নাখোশ। টি-টোয়েন্টিতে ভারতীয় দলকেও তাদের দর্শন পরিবর্তন করতে হয়েছে। স্ট্রাইকরেটে অবনতি দেখে রাহুলের পেছনে আর লগ্নি করতে রাজি নয় লখনউ।

নভেম্বরে আগামী আসরের আইপিএল নিলাম হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাশাপাশি আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি রাহুলকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে।

এদিকে কেএল রাহুলকে নিয়ে এমন মন্তব্য করার কারণে নেটিজেনদের অনেকে গোয়েঙ্কার সমালোচনা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম