Logo
Logo
×

খেলা

মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে কাটার মাস্টারকে ছেড়ে দিল চেন্নাই।

আইপিএলের আসন্ন আসরের জন্য গত বছরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে প্রতিটি দল ৬ জন করে ধরে রাখতে পারবে। সেই তালিকায় মোস্তাফিজকে রাখেনি চেন্নাই। 

নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা।

নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ। আগের মৌসুমের দল থেকে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১০ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা তালিকা প্রকাশের শেষ সময় ছিল। চেন্নাই ধরে রেখেছে চার ক্রিকেটারকে।

দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে নানা রকম গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকেই ধরে রেখেছে চেন্নাই। এছাড়া আছেন রুতুরাজ গায়কোয়াড়, রবিন্দ্র জাদেজা ও শিবম দুবে। আর বিদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় আছেন লংকান পেসার মাথিশা পাথিরানা।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম