Logo
Logo
×

খেলা

দেশের পথে সাফজয়ীরা, প্রস্তুত ছাদখোলা বাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

দেশের পথে সাফজয়ীরা, প্রস্তুত ছাদখোলা বাস

ছবি: সংগৃহীত

নেপালে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট সাফ চ্যাম্পিয়নশিপ জিতে আজ দেশে ফিরছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাফজয়ীদের বরণ করতে ঢাকায় প্রস্তুত ছাদখোলা বাস।

গতকাল সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর আজ দুপুর ২টায় দেশে ফেরার কথা রয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের। এরইমধ্যে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সাফজয়ীরা।

এদিকে সাফজয়ীদের বরণ করতে ঢাকায় চলছে বিশেষ প্রস্তুতি। এরইমধ্যে সাফজয়ীদের বরণ করতে সাজানো হয়েছে ছাদখোলা বাস। গত ২০২২ সালেও এই বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে গিয়েছিল তারা। সে সময় সারা ঢাকা শহরের মানুষ রাস্তায় শুভেচ্ছা জানিয়েছিল সাফজয়ীদের। এবারও তেমনই আয়োজন চলছে।

বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি সংবলিত স্টিকার লাগানো হয়েছে বাসে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত স্থান পেয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম