Logo
Logo
×

খেলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুমিনুল-তাইজুলের লড়াই, লজ্জা এড়াল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুমিনুল-তাইজুলের লড়াই, লজ্জা এড়াল বাংলাদেশ

মুমিনুল হক

বাংলাদেশের সামনে তখন ঘরের মাঠে টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডের হাতছানি। ৪৮ রানে নেই ৮ উইকেট। মুমিনুল হককে সঙ্গ দিতে পারছেন না কেউ। উইকেটে এসে তখন হাল ধরলেন তাইজুল ইসলাম। তাতে ঘরের মাঠে সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বেঁচেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৬ রান। উইকেটে আছেন ফিফটি হাঁকানো মুমিনুল ও তাইজুল ইসলাম।

এদিন ব্যাট করতে নেমে আগের দিনের সঙ্গে স্কোরবোর্ডে ১০ রানও জমা করতে পারেনি বাংলাদেশ। তার আগেই সাজঘরে তিন ব্যাটার। শান্ত ৯ রানে রাবাদার বলে সাজঘরে ফেরার পর রানের খাতা খুলতে পারেননি মুশফিক। পিটারসনের বলে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। খানিক পর উইকেটে এসে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। এই ব্যাটার ফিরেছেন রাবাদার চতুর্থ শিকার হয়ে। খানিক পর ফিরে যান অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। কোনো রান করতে পারেননি এই ব্যাটার।

উইকেটে এসে হাল ধরেন তাইজুল। মুমিনুলকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। তবে ফলোঅন এড়ানো নিয়ে শঙ্কা থাকছেই। কেননা, ফলোঅন এড়াতে প্রথম ইনিংসে ৩৭৬ রান করতে হবে বাংলাদেশকে। শেষ দুই উইকেটে যা বেশ কঠিন। 

এর আগে, চট্টগ্রামে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির তিন ব্যাটার। দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম