Logo
Logo
×

খেলা

‘আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না’ কেন বললেন মুশতাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

‘আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না’ কেন বললেন মুশতাক

মুশতাক আহমেদ/ফাইল ছবি

চট্টগ্রামে ব্যাটিং উপভোগ করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং স্বর্গের পূর্ণ ফায়দা তুলে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে তারা। অন্যদিকে সে রান টপকাতে নেমে বাংলাদেশি ব্যাটারদের ত্রাহি অবস্থা। ৩৮ রানে ৪ উইকেট খুইয়ে দিনশেষ করেছে স্বাগতিকরা।

এমন ব্যর্থতার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সমর্থকদের ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের উদাসীন ব্যাটিং নিয়ে এই কোচের ভাষ্য, ‘আমার মনে হয় না আত্মবিশ্বাসের অভাব আছে। হয়তো টেস্ট ক্রিকেটের প্রক্রিয়ার কোনও অভাব আছে। সেটা ম্যাচ সচেতনতার ব্যাপার হতে পারে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। পাঁচ ওভার দেখতে হবে। মাইন্ডসেট… তাদের শুধু পরিস্থিতি বুঝতে হবে।’

এক্ষেত্রে ব্যাটারদের আরও সময় দিতে হবে বলে মত এই পাকিস্তানি কোচের, ‘আপনি কি একদিনে একটি গাছ বড় করে ফেলতে পারবেন? আপনি পানি দিতে থাকুন, বাগানের পরিচর্যাকারীর ওপর বিশ্বাস রাখুন। কখনও কখনও কোচ হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে। আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না। গাছটি কিছুদিন আগে-পরে আপনাকে দেখিয়ে দেবে যে সে ছায়া এবং ফল দিতে পারে।’

তবে বাংলাদেশের ব্যাটারদের ‘দক্ষতার’ প্রতি অগাধ বিশ্বাস রয়েছে মুশতাকের, ঘাটতি দেখছেন ধৈর্যে। তার ভাষায়, ‘আপনার কথা অনুযায়ী দক্ষতার ঘাটতি রয়েছে, কিন্তু আমি সেটার সঙ্গে একমত নেই। হয়তো ধৈর্য্যের মাত্রা আরও ভালো হতে পারতো। টেস্ট ক্রিকেট মানেই পরিস্থিতি অনুযায়ী খেলা। সাদমান দুর্ভাগ্যবশত লেগ সাইডে ক্যাচ আউট হয়েছে। এইসব ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম