ফুটবলের পর ক্রিকেটেও গঠনতন্ত্র সংস্কারের হাওয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সংস্থাটির গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। এবার সে ধারায় ক্রিকেটেও গঠনতন্ত্র সংস্কারের আলাপ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) গঠনতন্ত্র সংস্কারের জন্য কমিটি গঠনের তাগিদ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ সম্পর্কিত একটি চিঠি বিসিবিকে পাঠিয়েছে তারা।
বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পরপরই অবশ্য গঠনতন্ত্র সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি তিনি।
যেহেতু বিসিবি নির্বাচিত পর্ষদ দিয়ে চলে, সেক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়মাবলী মেনে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় হস্তক্ষেপ করে না এনএসসি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনের অংশীজন মতামতের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন মনে করে বিধায় এই অনুরোধ করছে।
চিঠিতে বলা হয়েছে, ক্রিকেট বোর্ড যেন দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করে এনএসসিতে প্রেরণ করে। কমিটিতে এনএসসির একজন সদস্যও ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছর নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে একবার গঠনতন্ত্র সংশোধন করেছে বিসিবি। এরপরও বর্তমান গঠনতন্ত্রে মৌলিক দুর্বলতা ও স্বার্থের সংঘাত রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।