ফখর জামান
আগামী ২০২৫ সালের জন্য ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পিসিবি। যেখানে আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ফখর জামান। আর এই অবস্থায় হতাশ তিনি। অবসরের কথা ভাবতে শুরু করেছেন তারকা এই ওপেনার।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল থেকে বাবর আজমের বাদ পড়া নিয়ে পিসিবির দিকে আঙুল তুলেছিলেন ফখর। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যার কয়েকদিন না যেতেই এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন এই তারকা ব্যাটার। যার ফলে ধারণা করা হচ্ছে, ইচ্ছে করেই তাকে রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে।
যদিও টুইট ইস্যু ছাড়াও ফখরকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফিটনেস ইস্যুকে সামনে এনেছিলেন পিসিবিপ্রধান মহসিন নকভি। কেননা, সবশেষ ফিটনেস পরীক্ষায় ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে পারেননি ফখর। যদিও বলা হচ্ছে হাঁটুর সমস্যার কারণে দৌড় সম্পূর্ণ করতে পারেননি ফখর। তবে এ কারণে ফখরকে বাদ দিলেও জায়গা হয়েছে ফিটনেস পরীক্ষায় ভালো না করা উসমান খানকে।
যা নিয়ে হতাশ ফখর। ধারণা করছেন আগামীতেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। জানা গিয়েছে এসব কারণে হতাশায় ভুগছেন এ তারকা। যে কারণে অবসরের সিদ্ধান্তের কথাও ভাবতে শুরু করেছেন ফখর, ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটিই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।