বাংলাদেশকে অস্বস্তিতে রেখে মধ্যাহ্নভোজে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
বাংলাদেশ-দক্ষিণ অফ্রিকা টেস্ট
চট্টগ্রাম টেস্টের সকালটা রাঙাতে পারল না বাংলাদেশি বোলাররা। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে বড় সংগ্রহের আভাস দিচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এরইমধ্যে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৯ রান জমা করেছে প্রোটিয়ারা। ফিফটি থেকে এক রান দূরে আছেন টনি ডি জর্জি। আরেক ব্যাটার ট্রিস্টান স্টাবস আছেন ২৩ রানে।
এদিন ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দলীয় ফিফটি রান পার করে প্রোটিয়ারা। অবশ্য তার আগে জর্জিকে ফেরানোর সুযোগ তৈরি হয়েছিল। অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম হাসান মাহমুদের বলে ডি জর্জির ক্যাচ নিতে না পারলে উইকেটের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। পরে দলীয় ৬৯ রানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ফেরান তাইজুল।
প্রোটিয়া ওপেনার ৩৩ রানে ফিরেছেন মুমিনুল হককে ক্যাচ দিয়ে। তাতে নতুন রেকর্ড গড়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে টেস্টে উইকেটরক্ষকের বাইরে এখন সর্বোচ্চ ৪০ ক্যাচ তার। ৩৯ ক্যাচ নিয়ে এই তালিকার দুইয়ে মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৮ ক্যাচ। ইমরুল কায়েস ৩৫ ও সাকিব আল হাসান নিয়েছেন ২৯ ক্যাচ।
এর আগে, এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হারায় সিরিজ বাঁচাতে এ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, লিটন দাস ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে নাহিদ রানা, মাহিদুল ইসলাম ও জাকির হাসান। এদের মধ্যে জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন।
অন্যদিকে প্রোটিয়াদের স্কোয়াডেও এসেছে দুটি পরিবর্তন। মুথুসামি এবং প্যাটারসন একাদশে এসেছেন ব্রিটজকে ও পিয়েডিটের জায়গায়।