Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাথু ওয়েড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাথু ওয়েড

ম্যাথু ওয়েট

গত মার্চে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই ৩৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার।

তার অবসরের অন্যতম কারণ সম্প্রতি কোচিং প্যানেলে যুক্ত হওয়া। আসন্ন পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড এবং তার পুরো ইউনিট এই সিরিজে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবেই কাজ শুরু করতে যাচ্ছেন ম্যাথু ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।

ওয়েট অস্ট্রেলিয়ার হয়ে ২০১১ সালে অভিষেকের পর টেস্ট ফরম্যাটে ব্যাগি গ্রিন ক্যাপে খেলেছেন ৩৬ ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ৯৭ ম্যাচ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ৯২ ম্যাচ। যেখানে অজিদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে তার। অবশ্য অবসর বললেও বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন তিনি।

অবসর নিয়ে ওয়েড বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম আমার আন্তর্জাতিক দিনগুলো সম্ভবত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ (বেইলি) এবং অ্যান্ড্রু'র (ম্যাকডোনাল্ড) সাথে অনেক কথা হয়েছে। গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার হাতে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম