Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ পিএম

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি হেরে চাপে আছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অথচ সিরিজ বাঁচানোর লড়াই শুরুর ঠিক আগের রাতে দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। চোট নিয়ে এই টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক।

সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে জাকেরের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ডাকা হয়েছে। জাকেরের মতো অঙ্কনও উইকেটরক্ষক-ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হয় জাকের আলীর। প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৮ রানের ইনিংস।

তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া ২৫ বছর বয়সি অঙ্কন প্রথম শ্রেণির ক্রিকেটের চেনা মুখ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম