কোচ টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম
এরিক টেন হাগ/সংগৃহীত
ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাজে ফর্মের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
লিগে ৯ ম্যাচে শেষে টেবিলের ১৪ নম্বরে ধুঁকছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন ইউনাইটেড। এছাড়া উয়েফা ইউরোপা লিগেও এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে কোচ ছাঁটাই করাকেই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখেছে ক্লাব কর্তৃপক্ষ।
টেন হাগকে ছাঁটাইয়ের পর অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে রুড ফন নিস্টালরুয়কে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। এর মধ্যে নতুন কোচের সন্ধান শুরু করেছে ক্লাবটি।
আড়াই বছর ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে থাকলেও ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে ফেরাতে ব্যর্থ হয়েছেন টেন হাগ। গত মৌসুমে অষ্টম হয়ে লিগ শেষ করেছিল দলটি।
লিগে ভালো না করলেও নিজের সময়ে ইউনাইটেডকে একটি করে লিগ কাপ ও এফএ কাপ জিতিয়েছেন টেন হাগ। তবে লিগ এবং ইউরোপে ব্যর্থতার কারণে চাকরি ধরে রাখতে পারলেন না সাবেক এই আয়াক্স কোচ।