শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া নিয়ে যা ভাবছেন তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একে মাঠের পারফরম্যান্স দিয়ে ভক্তদের সন্তুষ্ট করতে পারছেন না, তার ওপর সংবাদ সম্মেলনে ‘বেফাঁস’ মন্তব্য করে সমালোচকের সংখ্যা বাড়িয়েই যাচ্ছেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টে বিব্রতকর হারের পর বোর্ডকে অধিনায়কত্ব ছাড়তে চান বলে জানিয়েছেন তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিনার তাইজুল ইসলাম। শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন, তাকে এমন প্রশ্ন করা হলে জবাবে বেশিকিছু বলতে চাইলেন না তাইজুল, ‘এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।'
এর আগেও সিরিজের মাঝপথে অধিনায়কত্ব ছাড়া বা ক্রিকেট ছাড়ার ঘোষণাও দিয়েছেন ক্রিকেটাররা। এসব সিদ্ধান্ত দলের মানসিকতায় প্রভাব ফেলে কিনা তা জানতে চাওয়া হয়েছিল তাইজুলের কাছে। তার জবাব, ‘এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই গুরুত্বপূর্ণ। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি।’
তবে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তাইজুল সবসময় চেষ্টা করেন অধিনায়কের কাজ যেন সহজ হয়। তার ভাষায়, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।’
মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে প্রথম টেস্ট হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য এটি সিরিজ বাঁচানোর ম্যাচ।