Logo
Logo
×

খেলা

বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম

বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল

তাইজুল ইসলাম

খবরটা নিশ্চয় জানা হয়ে গেছে আপনার। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে। সে তালিকায় ওয়ানডে ও টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে শোনা যাচ্ছে তাওহিদ হৃদয়ের নাম। তবে এবার এগিয়ে আসলেন তাইজুল ইসলামও। জানান দিলেন, বিসিবি চাইলে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন তিনিও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে আগামীকাল মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ইস্যুতে এমন মন্তব্য করেছেন তাইজুল। জানিয়েছেন টেস্টে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। যদি বিসিবি চাই তবে।

টেস্টের অধিনায়ক হতে চান কি না ভবিষ্যতে; এমন প্রশ্নের উত্তরে তাইজুল তার ১০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’

দলের কোচ বা অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাকে বানাবে, এটা তার এখতিয়ারের বাইরে জানিয়ে তাইজুল বলেন, ‘যখন দল বা ম্যানেজমেন্টের সভা হয়, আমি বা আমাদের ক্রিকেটাররা সেখানে থাকে না। অধিনায়ক কে হচ্ছে, কোচ কে হচ্ছে, সেটা আমাদের জানা নেই।’

হঠাৎ করে ক্রিকেটারদের অবসর বা নেতৃত্ব ছাড়ার ঘটনা দলকে কীভাবে প্রভাবিত করে এমন প্রশ্নে দেশের মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারী এই স্পিনার বলেন, ‘এটা যখন একটা দলের মধ্যে ঘটে, জানি না কে কী হিসেবে নেয়। কারণ সবার মানসিকতা তো এক রকম না। এই প্রশ্নটা করেছেন। এটা অনেক গভীর একটা প্রশ্ন। এই গভীর প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নেই।’

বাঁহাতি স্পিনার আরও বলেন, ‘এটা আসলে টিম গেম। দল কী করে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ। তবে এটার প্রভাব কেউ নিতে পারে। কেউবা নির্ভার থেকে নিজের কাজ করতে পারে। ব্যক্তিগত দিক থেকে বলব যে সব সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি  এবং নিজের কাজটা করার চেষ্টা করি।’ 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম