কারস্টেনের জায়গায় পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
কে হচ্ছেন বাবর-রিজওয়ানদের নতুন গুরু
পাকিস্তান অধ্যায়টা ভালো না হলো ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের। সাদা বলে পাকিস্তানের দায়িত্ব গ্রহণের ৬ মাস না যেতেই সরে দাঁড়াতে হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারকে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও, খুব শিগগিরই বিবৃতি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড; দেশটির গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে এমনটিই। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন কে হচ্ছেন পাকিস্তানের নতুন কোচ।
তার আগে জেনে নেওয়া যাক; কেন পাকিস্তানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেন?
গত ২০২৪ সালের এপ্রিলে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ভারতের বিশ্বকাপজয়ী খ্যাতনামা এই কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেয় পিসিবি। উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাওয়া ও ঘরের মাঠে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখা।
যদিও বিশ্বকাপটা ভালো যায়নি পাকিস্তানের। দলের মধ্যে গ্রুপিংয়ের মতো অভিযোগ উঠেছে। এরপরও দায়িত্ব নিয়ে সব ঠিক করতে চেয়েছিলেন কারস্টেন। ক্রিকেটারদের মধ্যে দূরত্ব কমাতে বিশেষ অনুষ্ঠানও হয়েছিল তার সিদ্ধান্তে। তবে সম্প্রতি দল নির্বাচনের দায়িত্ব থেকে কোচদের সরিয়ে দেয় পিসিবি। তাতে করে দল নির্বাচনে কোনো ভূমিকায় ছিল না কারস্টেনের। যা নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধ চলছিল কারস্টেনের। তাছাড়া বাবর আজমকে সরিয়ে সাদা বলে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করার বিষয় নিয়েও কারস্টেনের মতামত জানতে চাওয়া হয়নি।
সব মিলিয়ে বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ছিল কারস্টেনের। আর এই অবস্থায় তাই নতুন করে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন কারস্টেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগেই পদত্যাগের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি।
এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন সাদা বলে তো পাকিস্তানের কোচ হচ্ছেন কে?
কারস্টেনের মতো দল নির্বাচনে কোচের ভূমিকা না থাকায় অসন্তোষ আছে টেস্ট কোচ জেসন গিলেস্পিরও। তবে বিষয়টি মেনে নিয়েছেন তিনি। যেকারণে টেস্টের পর সাদা বলেও কোচিং করাতে দেখা যেতে পারে তাকে। নির্বাচক প্যানেলের আরেক সদস্য আকিব জাভেদকেও দেখা যেতে পারে সাদা বলের কোচিংয়ে।
কেননা, আকিব জাভেদ, বর্তমানে পিসিবির নির্বাচক কমিটির অংশ হলেও কোচ এবং প্রাক্তন খেলোয়াড় হিসেবে বেশ অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও কৌশলগত দক্ষতা এবং ঘরোয়া ক্রিকেট সম্পর্কে গভীর ধারণার জন্য সুপরিচিত তিনি। যে কারণে তাকেও কোচ হিসেবে ভাবতে পারে পিসিবি। তবে এ দু’জনের মধ্যে একজনকেই বেছে নেবে পিসিবি; ধারণা করা হচ্ছে এমনটাই। যা খুব শীঘ্রই ঘোষণা করতে পারে পিসিবি।