Logo
Logo
×

খেলা

আফগানিস্তানের কাছে হেরে বাদ বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

আফগানিস্তানের কাছে হেরে বাদ বাংলাদেশ

ছবি: এএফসি

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে নকআউট নিশ্চিতের আশা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে আর নক আউট পর্বে যাওয়া হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের।

রোববার (২৭ অক্টোবর) কম্বোডিয়ার নমপেনে আফগানদের বিপক্ষে শুরুতে দাপট দেখায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে দারুণ এক সাইড ভলিতে বাংলাদেশকে এগিয়ে দেন মিঠু চৌধুরী। 

তবে ২৯ মিনিটে এই গোলের লিড খুইয়ে বসে বাংলাদেশ। গোলরক্ষক আলিফ রহমানের পাশ দিয়ে বলে জালে পাঠান আফগানিস্তানের ইয়াসের শাফি।

তবে মোর্শেদ আলীর দর্শনীয় এক সাইড ভলিতে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড ফিরে পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশকিছু ভালো সুযোগ পেয়েও আর লিড বাড়িয়ে নিতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বাংলাদেশের ফিনিশিংয়ে দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েই ৬৪ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে আফগানরা। প্লেসিং শটে স্কোরলাইন ২-২ করেন মোহাম্মদ মিলান নুরি।

এর মিনিট ছয়েক পরেই চলন্ত বলে স্রেফ পা ছুঁইয়ে আরস আহামাদি আফগানদের আনন্দে ভাসান। বাংলাদেশের নকআউটের স্বপ্ন তাতে ধূলিসাৎ হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম