Logo
Logo
×

খেলা

বাফুফে নির্বাচন

দুই ফুটবলারকে হারিয়ে জাহেদীর চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম

দুই ফুটবলারকে হারিয়ে জাহেদীর চমক

শাহরিয়ার জাহেদী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে হেরে গেছেন দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এই পদে জয়লাভ করেছেন শাহরিয়ার জাহেদী। এছাড়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিমও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বাফুফে সহ-সভাপতি নির্বাচনে দলীয় শক্তি ও আর্থিক সক্ষমতা প্রভাবক হিসেবে কাজ করে বলে বিগত নির্বাচনগুলোতে অভিযোগ উঠত। এবারও দুই ফুটবলারের পরাজয়ে সে অভিযোগ ওঠার সুযোগ থাকছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে জয়লাভ করেছিলেন শাহরিয়ার জাহেদী। বাফুফে নির্বাচনে অংশ নিয়ে ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি হয়েছেন তিনি।

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত জাহেদী। তিনি যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা। সেই একাডেমি থেকে জাতীয় দল ও প্রিমিয়ার ফুটবল লিগে খেলছেন অনেকে।

প্রসঙ্গত, ১২৩ ভোট পেয়ে এবারের নির্বাচনে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছে তাবিথ আউয়াল। এর মধ্য দিয়ে বাফুফের সভাপতি পদে সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের ‘বিতর্কিত’ অধ্যায়ের ইতি ঘটেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম