Logo
Logo
×

খেলা

‘ওকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল’, শান্তর পাশে ‘সাকিবের গুরু’ ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

‘ওকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল’, শান্তর পাশে ‘সাকিবের গুরু’ ফাহিম

ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়তে চান। নিজের ফর্মের হাল যাচ্ছেতাই, সঙ্গে দলও টানা হারের বৃত্তে আটকে গেছে। একইসঙ্গে সংবাদ সম্মেলনে তার ‘বেফাঁস’ মন্তব্যের কারণে সমালোচকদের তির আরও তীক্ষ্ণ হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব ছেড়ে দেওয়াই সমীচীন মনে করছেন তিনি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনা ভিন্ন। তারা এখনো শান্তর উপরই আস্থা রাখতে চায়। তার পেছনে ‘ইনভেস্ট’ করা সময় নিয়ে ভাবছে তারা। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কথায় তেমনটাই উঠে এসেছে।

ক্রিকেটাঙ্গনে ‘সাকিবের গুরু’ হিসেবে পরিচিত এই কোচ ও বর্তমান বোর্ড পরিচালক শান্তর নেতৃত্ব ছাড়ার ইস্যুতে বলেছেন, ‘আমরা যে পরিমাণ সমালোচনা করি, তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তার ভালো না খেলার কারণও হয়ত সেটা। ওকে সাপোর্ট দেওয়া, পাশে থাকার খুব প্রয়োজন ছিল। আরেকটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল।’

শান্ত বোর্ডকে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন, বোর্ড এ বিষয়ে কী ভাবছে এমন প্রশ্নের জবাবে শান্ত এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বলে করেছেন এই পরিচালক, ‘অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে এখনও আসেনি। অফিসিয়ালি জানতে পারিনি এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। নতুন ক্যাপ্টেন যদি তৈরি করতে হয় ক্রিকেট বোর্ডকে বড় বড় স্টেপ নিতে হবে। কিংবা তাকেই আবার অনুরোধ করে রাখা হয় কি না, বসে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বিচার-বিবেচনা করতে হবে কী অবস্থা, কী সিদ্ধান্ত নিব। একটু অপেক্ষা করতে হবে আমরা আসলে কী সিদ্ধান্ত নিই।’

শান্তর অধিনায়কত্বের ব্যাপারে বিসিবির সিদ্ধান্ত কেমন হতে পারে সে প্রসঙ্গে আরও খোলাসা করে ফাহিম যোগ করেন, ‘অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। শান্ত এতদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। এটা তো সময়ের ইনভেস্টমেন্ট। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন একজন কিছুটা অপ্রস্তুত। সেটাতে যেতে না চাওয়াই স্বাভাবিক হবে। হঠাৎ ৩-৪টি উইকেট পড়ে গেলে খেলা শেষ হয়ে যায় না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম