Logo
Logo
×

খেলা

পাশ হয়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

পাশ হয়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট

ছবি: সংগৃহীত

বাফুফের নির্বাচন চলছে। একই দিন পাশ হওয়ার কথা ছিল ২০২৫ সালের বাজেট। কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই বাজেট পাশ হয়নি।

ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাশ না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাশও হয়। তবে কাজী সালাউদ্দিনের বিদায়ী সভায় এ বাজেট পাশ হয়নি।

৬১ কোটি টাকার বাজেটে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাশ করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাশ করার দিকে জোর দিয়েছেন তারা। 

এদিকে বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও বাজেট নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ হয়নি। প্রতিনিধিরা (ডেলিগেট) এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেওয়ার জন্য রেফার করেছেন।’ 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। তিনি কংগ্রেসে তার বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখে বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম