Logo
Logo
×

খেলা

শাকিলের সেঞ্চুরির পর চাপে ইংল্যান্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পিএম

শাকিলের সেঞ্চুরির পর চাপে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল পাকিস্তান। তাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৬৭ রান টপকানো কঠিন হয়ে যায়। তবে সৌদ শাকিলের লড়াকু সেঞ্চুরিতে শঙ্কা কাটিয়ে ৭৭ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষবেলায় সে লিড পেরোনোর বেশ আগেই ৩ উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। 

তিন টেস্টে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। মুলতানের সিরিজের আগের দুই টেস্টের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারলেও পরেরটি ১৫২ রানে জিতে নেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্ট তাই এখন সিরিজ নির্ধারণী।

৩ উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তবে এমন পরিস্থিতিতে তাদের ত্রাতা হয়ে ওঠেন সৌদ শাকিল। ৫ চারে ১৩৪ রানের ধীরস্থির এক ইনিংস খেলে পাকিস্তানকে লিড এনে দেওয়ায় মূল ভূমিকা পালন করেন তিনি।

শেষদিকে দুই স্পিনিং অলরাউন্ডার নোমান আলী ৪৫ এবং সাজিদ খানের ৪৮* রানের ইনিংস দুটিও দলের সংগ্রহ বাড়িয়ে নিতে কার্যকরী ভূমিকা রেখেছে। ইংল্যান্ডের পক্ষে স্পিনার রেহান আহমেদ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে শেষ বিকেলে ২৩ রান তুলতেই দুই ওপেনার জ্যাক ক্রলি, বেন ডাকেট এবং তিনে নামা ওলি পোপকে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের চেয়ে এখনো ৫৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম