Logo
Logo
×

খেলা

সবাইকে বেশি করে দরূদ পড়তে বললেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

সবাইকে বেশি করে দরূদ পড়তে বললেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে বাংলাদেশ। সেই টেস্ট নেই মাহমুদউল্লাহ। বছর তিনেক আগেই অভিজাত এই ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিকেও জানিয়ে দিয়েছেন বিদায়। এখন তিনি খেলবেন কেবল ওয়ানডে। কাজেই টেস্টে এখন কেবলই দর্শক মাহমুদউল্লাহ।

তবে দলের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। শুক্রবার জুমার দিনেও ভক্তদের বার্তা দিয়েছেন এই তারকা। সবাইকে বেশি করে দরূদ পড়ার কথা বলেছেন তিনি।

মাহমুদউল্লাহ অবশ্য বরাবরই বেশ ধর্মপরায়ণ। রোজা রেখে খেলা ও বিভিন্ন সময় মাঠেই অনুশীলন কিংবা ম্যাচের ফাঁকে নামাজ আদায় করতে দেখা যায় তাকে। ক্রিকেটের বাইরের এই সময়টাতেও তাই ইবাদত করেই কাটছে মাহমুদউল্লাহ। ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে শুক্রবার উপলক্ষে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।

জুমার দিনের ফজিলত ও আমল নিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ, নীল জুব্বা ও সাদা টুপি পরে হাসিমুখের একটি ছবি দিয়ে যার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। জুমা মুবারক। এমন বিশেষ দিনে সবাই যত বেশি সম্ভব দরূদ পড়ুন। আল্লাহ সবার মঙ্গল করুন।’

এর আগে গত ১২ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষবার মাঠে নামেন মাহমুদউল্লাহ। যদিও, ভারতের বিপক্ষে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। ফলে, এই অলরাউন্ডারের বিদায়টা সুন্দর হয়নি। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডেতে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার কথা রয়েছে মাহমুদউল্লাহর। দুই ফরম্যাটকে বিদায় বলা মাহমুদউল্লাহ হয়তো এখন সেটার জন্যই প্রস্তুত করছেন নিজেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম