Logo
Logo
×

খেলা

বাবর-রিজওয়ানকে টপকে শীর্ষে সালমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

বাবর-রিজওয়ানকে টপকে শীর্ষে সালমান

পাকিস্তানের এই সময়ের সেরা দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে টপকে শীর্ষে উঠে গেলেন আগা সালমান।

বুধবার টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ৩০ বছর বয়সি সালমান। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে তার উপরে নেই কেউ। সালমান টপকে গেছেন তার দুই সতীর্থ বাবর আজম (১৯) ও মোহাম্মদ রিজওয়ানকে (২১)। 

একইভাবে দারুণ ছন্দে থাকা ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ টপকে গেছেন বিরাট কোহলিকে (আট)। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দল হারলেও ৯৯ রানের ইনিংসের সুবাদে তিন ধাপ এগিয়ে পন্ত এখন ছয়ে। সতীর্থদের মধ্যে তার উপরে আছেন শুধু যশস্বী জয়সওয়াল (চার)।

ভারতে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের টেস্ট জয়ের নায়ক রাচিন রবীন্দ্র সেঞ্চুরির সুবাদে এক লাফে ৩৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে। টেস্ট বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে তার সতীর্থ ম্যাট হেনরি এখন নয়ে।

মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেট ভাগাভাগি করে নেওয়া পাকিস্তানের দুই স্পিনারই বড় লাফ দিয়েছেন। র‌্যাংকিংয়ে ফিরেই ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন নোমান আলী। ২২ ধাপ এগিয়েছেন সাজিদ খান (৫০)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম