Logo
Logo
×

খেলা

মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম

মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী অনিক।

মিরপুর টেস্টে ১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মিরাজ-জাকের। সপ্তম উইকেটে তারা ১৩৮ রানের জুটি গড়েন। এটাই টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিম ১৩১ রানের জুটি গড়েছিলেন।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ এরপর  মাত্র ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। 

১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের কল্যাণেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে লিড নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে যা অবস্থা, তাতে টাইগারদের পরাজয় বলতে গেলে নিশ্চিত। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে মিরাজ কতটা লড়াই চালিয়ে যেতে পারবেন তা হলফ করে বলা মুশকিল। তবে বৃষ্টি ভাগ্য ফেবার না করলে টাইগারদের হার এড়ানো কঠিন হয়ে যাবে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম