Logo
Logo
×

খেলা

৫ ওভারও টিকতে পারলেন জয়-মুশফিক, ফিরলেন লিটনও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ এএম

৫ ওভারও টিকতে পারলেন জয়-মুশফিক, ফিরলেন লিটনও

গতকাল দ্বিতীয় দিন শেষে আশার আলো জিইয়ে রেখেছিলে মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তৃতীয় দিনের শুরুতে ৫ ওভারও টিকতে পারলেন না এই দুই ব্যাটার।  সকালে নতুন বলে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ থাকেই, কিন্ত দৃঢ়তা দেখাতে পারলেন না কেউ।  

৩২তম ওভারে তিন বলের ব্যবধানে জয় এবং মুশফিককে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। ৩৮ রানে মাঠে নামা জয় আজ যোগ করেছেন মাত্র ২ রান। ৯২ বলে ৪০ রান করে থামেন তিনি।  

একই ওভারে ফিরেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করা মুশফিক। গতকাল দিনশেষে ২৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।  আজ দিনের শুরু মুশফিক আউট হয়েছেন প্রায় প্রথম ইনিংসের মতো।  রাবাদার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন তিনি। তাতে থেমে যায় ৩৯ বলে ৩৩ রানের ইনিংস।

জয়-মুশফিকের আউটের পর থিতু হতে পারেননি লিটন কুমার দাস।  মাত্র ৭ রান দ্রুতই ফিরেছেন এই উইকেটরক্ষ ব্যাটার।  কেশব মহারাজের ঘূর্ণিতে লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইনার হাতে।  আর তাতে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ১২৭ রান।  ক্রিজে মেহেদি হাসান মিরাজের সঙ্গী অভিষিক্ত জাকের আলী।  প্রােটিয়াদের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে আছে ৭৫ রানে। 


ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম