Logo
Logo
×

খেলা

হাসান মাহমুদের জোড়া আঘাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম

হাসান মাহমুদের জোড়া আঘাত

টাইগাররা পুরো এক ঘণ্টা উইকেটের জন্য হন্যে হয়ে ঘুরেছিল।  বোলিংবান্ধব মিরপুরে সব বিকল্পকেই ঘুরেফিরে বোলিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু লাভের লাভ হয়নি।  বাংলাদেশকে ভুগিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডার। দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও। 

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা সোমবার আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ। তবে আজ প্রথম ঘন্টা শেষেও পিছিয়ে টাইগাররা।

জানা যায়, ভেরাইনে এবং মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিল প্রোটিয়ারা। তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান মাহমুদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪২ রান। কাইলে ভেরাইনের ৭৬ রান এবং ডানে পিয়েডট ৬ রানের ব্যাট করছেন। এতে ১৩৬ রানের লিডে রয়েছে সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১০৫ রানে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটারও। তবে এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি মুল্ডার।

৬৫তম ওভারে হাসান মাহমুদের হাতে বল তুলে দেন শান্ত। দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম বলে মুল্ডার (৫৪) এবং পরের বলে কেশব মহরাজকে আউট করে দলকে খেলায় ফেরান হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ভেরাইনে।

এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম