Logo
Logo
×

খেলা

মার্করামের স্টাম্প ভেঙে দিলেন হাসান, শুভ সূচনা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম

মার্করামের স্টাম্প ভেঙে দিলেন হাসান, শুভ সূচনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ব্যাটিংটা একে বারেই ভালো হয়নি। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ মোটে ১০৬। কাজেই যা করার করতে হবে বোলারদেরই। সেই দায়িত্বটা প্রথম ওভারেই পালন করে দেখালেন পেসার হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প ভেঙে দিয়েছেন এই পেসার। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

এদিন ইনিংসে প্রথম ওভারে বল হাতে তুলে নিয়েই সাফল্য এনে দিয়েছেন হাসান। দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়কের স্টাম্প ভেঙে দিয়েছেন তিনি। তার বলে ৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছে মার্করামকে।

এর আগে, মিরপুরে চেনা কন্ডিশনেও ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ১০৬ রানে। দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। বাকিদের ব্যর্থতায় দুটো সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। তার আগেই ইনিংসের সমাপ্তি। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে ৪০ ওভার।

এদিন টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে এক পেসার ও তিন স্পিনার নিয়ে পরিকল্পনা সাজায় বাংলাদেশ। অভিষেক হয় জাকের আলীর। চোট কাটিয়ে একাদশে ফেরেন মাহমুদুল হাসান জয়।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম