Logo
Logo
×

খেলা

সাকিবহীন বাংলাদেশ দলও চ্যালেঞ্জিং: মার্করাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম

সাকিবহীন বাংলাদেশ দলও চ্যালেঞ্জিং: মার্করাম

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামীকাল দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তার আগে রোববার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। 

এ সিরিজে নেই বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ছাড়াই দেশের মাঠে টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

ঢাকা টেস্টে সাকিবকে মিস করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, সাকিবকে সেভাবে মিস করব না। সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অনেক বছর ধরে খেলছে। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

সাকিব না থাকলেও বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ পরাশক্তি দলটির এই তারকা। মানছেন হোম কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। তাই কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্যও প্রস্তুত।

মার্করাম বলেন, তবে তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম