Logo
Logo
×

খেলা

শেষ মুহূর্তের গোলে হাঁপ ছেড়ে বাঁচলেন সাবিনারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

শেষ মুহূর্তের গোলে হাঁপ ছেড়ে বাঁচলেন সাবিনারা

ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা ঠিক মনমতো হলো না। বছর দুয়েক আগে যাদের ৬ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, এবার সেই পাকিস্তানের সঙ্গে টেনেটুনে ১-১ ড্র করতে হলো।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপুটে ফুটবল খেলেছে। তবে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোল আসেনি। ফরোয়ার্ডরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 

উল্টো ম্যাচের ৩১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে বাংলাদেশ। মধ্যমাঠ থেকে রামিন ফারিদের লং পাস ধরে বাঁ প্রান্তে থাকা সামিনা মালিক পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার রুপনা চাকমার পাশ দিয়ে দারুণ এক শটে জাল কাঁপান।

এই গোল হজমের পর পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের দাপট দেখিয়ে খেললেও সমতাসূচক গোলটির জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় সাবিনা খাতুনদের।

যোগ করা সময়ে ঋতুপর্ণার মাপা ক্রসে শামসুন্নাহার জুনিয়র আলতো হেডে পাকিস্তানি গোলকিপারকে পরাস্ত করেন। তাতে হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।

ড্রয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে থাকলো। আগামী ২৩ অক্টোবর একই মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ থেকে পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত হবে সাবিনাদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম