Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি/ফাইল ছবি

পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২০ অক্টোবর) রাতে ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালের টুর্নামেন্টের সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ বিশ্বকাপে বলার মতো কিছু করতে না পারলেও ৩৪ গড়ে ব্যাটিং আর স্টাম্পের পেছনে নির্ভরতার নাম হয়ে এই স্বীকৃতি পেলেন তিনি।

সিএ’র একাদশে ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিকেই বেছে নেয়া হয়েছে। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস–দুজনেই টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাট করেছেন।

এখন পর্যন্ত ৫ ম্যাচে লরা উলভার্ট করেছেন ১৯০ রান। আর তাজমিনের রান ১৭০। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুজনেই।

তিনে আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমারকে রেখেছে সিএ। ৫ ম্যাচে তার ব্যাটেও এসেছে ১৭০ রান।  

ব্যাটারদের মধ্যে একাদশে আরও জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা দোতিনের।

আসরের ‘সেরা’ অলরাউন্ডার নাম অ্যামিলিয়া কার অবধারিতভাবেই একাদশে জায়গা করে নিয়েছেন। ৫ ম্যাচে ৯২ রানের পাশাপাশি ৪.৬০ গড়ে বল করে পেয়েছেন ১২ উইকেট।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ব্যাটে এসেছে ৪ ম্যাচে ৩৪.৬৬ গড়ে ১০৪ রান। আর উইকেটের পেছনে ১ ক্যাচের পাশাপাশি ছয়টি স্টাম্পিংয়ের কৃতিত্ব তার।

বোলারদের মধ্যে আছেন দুই অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড এবং মেগান শ্যুট। সাদারল্যান্ড ১০ এর বেশি রান দিয়ে পেয়েছেন ৯ উইকেট। মেগানের উইকেট ৮টি। 

কিউই বোলার ইডেন কার্সনও ৮ উইকেটের সুবাদে জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। দলের শেষ সদস্য ননকুলুলেকো এমলাবা। দক্ষিণ আফ্রিকার এই বোলার আসরে পেয়েছেন ১০ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ 

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম