Logo
Logo
×

খেলা

দল বাইরের জিনিস নিয়ে ভাবছে না, হাথুরুকে নিয়ে শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম

দল বাইরের জিনিস নিয়ে ভাবছে না, হাথুরুকে নিয়ে শান্ত

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে কত কিছুই না ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেটে। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এসব পেছনে ফেলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে ঘুরে ফিরে এসেছে সাকিব ও হাথুরু প্রসঙ্গ।

কোচ হাথুরুসিংহকে বিসিবি থেকে অব্যাহতি দেওয়াকে কীভাবে দেখছেন অধিনায়ক শান্ত। এ প্রসঙ্গে শান্তর জবাব, ‘আমার মনে হয়, দল বাইরের জিনিসগুলো নিয়ে ভাবছে না। আগামীকাল খেলা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা আগে কখনো জিতিনি। আমাদের ঘরের মাঠে খেলা, আমরা ঘরের মাঠে ভালো দল। আমি মনে করি, এটা আমাদের জন্য দারুণ কিছু করার ভালো সুযোগ।’

দ্বিতীয় দফায় হাথুরু অধ্যায়টা কেমন কাটল বাংলাদেশের। হাথুরুকে কি মিস করবে ক্রিকেটাররা। এই প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই, ভালো-খারাপ দুটিই ছিল। আমরা ওই সময় ভালো করেছি, খারাপ ফলও এসেছে। কিন্তু এখন আমাদের সামনে তাকাতে হবে।’

নতুন কোচ ফিল সিমন্সকে কীভাবে দেখছেন অধিনায়ক শান্ত, ‘আমার সঙ্গে বেশ কিছু আলোচনা হয়েছে। তিনি খুবই নতুন। আশা করছি, দু-তিন ম্যাচের মধ্যে মানিয়ে নিতে পারব।’

নতুন কোচের কাছ থেকে কোনো বিশেষ পরিকল্পনা পেয়েছেন কিনা; এমন প্রশ্নে শান্ত জানান, ‘এই কোচ যখন এসেছেন...তিনি খুব বেশি পরিকল্পনা দেননি। উনি মাত্রই এলেন। আমরা যেহেতু এ মাঠে অনেক ম্যাচ খেলেছি, নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম