ছবি: সংগৃহীত
আয়োজক পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে আনতে চেষ্টায় কোনো কমতি রাখছে না পিসিবি। শোনা যাচ্ছে, ভারতীয় দল যাতে ম্যাচের দিন পাকিস্তানে এসে খেলে আবার ওইদিনই দেশে ফিরতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিসিআইকে।
অবশ্য পিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে এমন প্রস্তাব দেওয়ায় বিষয়টি সত্য নয় বলে জানিয়ে দিয়েছে একটি সূত্র। দৈনিক জাগরণকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, এমন কোনো প্রস্তাব তারা পায়নি পিসিবির কাছ থেকে। আর সেটা পেলেও নাকচ করে দেবে তারা।
এর আগে, পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম একটি খবর দেয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ভারতকে। পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেই প্রস্তাবে।
পিসিবির প্রস্তাব অনুযায়ী, ভারত টুর্নামেন্টের সময় ক্যাম্প করবে দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে। ম্যাচের দিন সেখান থেকে ভারত দলকে ভাড়া করা বিশেষ বিমানে পাকিস্তানে নিয়ে যাওয়া ও ফেরত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।
তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর এমন প্রস্তাব আসলেও তাতে সম্মত হবে না বলেও জানিয়েছে বিসিসিআই সূত্র। আর এতে করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।