Logo
Logo
×

খেলা

১৪৭ বছরের টেস্টে ভারতের নতুন ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

১৪৭ বছরের টেস্টে ভারতের নতুন ইতিহাস

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখাল ভারত।

প্রথম ইনিংসে নিজেদের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ডাক মারার পর সরফরাজ খান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে ভারত।

চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো। ম্যাচের ফলাফল যাই হোক, বেঙ্গালুরুর এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকম এক নজির গড়ছে ভারত। বিশ্বের প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০টি ছক্কা হাঁকিয়েছে ভারত।

এই টেস্টেই কপিল দেবকে টপকে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্থ। তিনি ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা হাঁকিয়েছেন। এ তালিকায় সবার ওপরে বীরেন্দর শেবাগ। সাবেক এই ওপেনার ছক্কা হাঁকিয়েছেন ৯০টি। ৮৮টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে রোহিত শর্মা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম