Logo
Logo
×

খেলা

টেস্টে ছক্কার ‘সেঞ্চুরি’ ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম

টেস্টে ছক্কার ‘সেঞ্চুরি’ ভারতের

সরফরাজ খান

বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জায় পড়া ভারত এবার গড়েছে অনন্য এক রেকর্ড। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে যেই রেকর্ড নেই আর কারো। সেই রেকর্ডই নিজের করে নিয়েছে ভারত।

ভারতের দ্বিতীয় ইনিংসে গতকাল ৩০তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেট এসে এজাজ প্যাটেলকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিরাট কোহলি। আর সেই ছক্কাতেই লেখা হয়ে যায় নতুন ইতিহাস। টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক এখন ভারতের।

চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কাসংখ্যা ১০২। এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ২০২১ সালে ভারতেরই গড়া ৮৭ ছক্কা পেরিয়ে পরের বছর ৮৯ ছক্কা মারে ইংল্যান্ড। ১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের সেই রেকর্ড পেরিয়ে যায় ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।

এ বছর ছক্কাসংখ্যায় ভারতের ধারেকাছেও কেউ নেই। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পঞ্চাশের ওপরে ছক্কা আছে আর একটি দলের। ৭ ম্যাচে ৬৩ ছক্কা মেরেছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (৮ ম্যাচে ৪৫), পাকিস্তান (৫ ম্যাচে ৩৩), ওয়েস্ট ইন্ডিজ (৭ ম্যাচে ২৮) ও বাংলাদেশ (৬ ম্যাচে ২৫)। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় বাংলাদেশের পেছনে। ৫ ম্যাচে ২১ ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১৯ ছক্কা দক্ষিণ আফ্রিকার।

এমন রেকর্ড গড়ার পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের লিড ছাড়িয়ে এরই মধ্যে ৮২ রানের লিড নিয়েছে ভারত। সরফরাজ খানের সেঞ্চুরির পর নার্ভাস ৯৯ এ কাটা পড়েছেন  ঋশভ পান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৮।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম