Logo
Logo
×

খেলা

বাবরের জায়গায় সুযোগ পেয়ে জাত চেনালেন কামরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৬ পিএম

বাবরের জায়গায় সুযোগ পেয়ে জাত চেনালেন কামরান

সেঞ্চুরির পর কামরান

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই বাদ পড়েছেন বাবর আজম। তারকা এই ব্যাটারকে অফ ফর্মের জন্য বাদ দেওয়া হলেও বিষয়টি অনেকেই সহজভাবে নিতে পারছেন না। যা নিয়ে হচ্ছিল আলোচনা। 

পিসিবির এই সিদ্ধান্ত যে ভুল নয় তার প্রমাণ দিতে হতো বাবরের জায়গায় সুযোগ পাওয়া কামরান গুলামকে। নিরাশ করেননি এই মিডল অর্ডার ব্যাটার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে জাত চিনিয়েছেন এই ২৯ বছর বয়সী ব্যাটার।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন কামরান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর টেস্টে মাঠে নেমে সাজঘরের পথ ধরার আগে দিনের সেরা ইনিংসটা খেলে গেছেন তিনিই। ২২৪ বলে ১১৮ রান এসেছে তার ব্যাট থেকে। মাঝের সময়টাতে সাবলীল ব্যাটিং করে প্রশংসাও কুড়িয়েছেন এই ব্যাটার।  

কামরানের অভিষেক সেঞ্চুরিতে ভর করে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলেছে স্বাগতিক দল।

অভিষেক টেস্টে সেঞ্চুরিতে অভিজাত ক্লাবেও নাম লিখিয়েছেন কামরান। পাকিস্তানের হয়ে ১৩তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি এখন কামরানের নামের পাশেও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম