বাবর-আফ্রিদি-নাসিমদের বাদ পড়া নিয়ে যা বলছে পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
ছবি:সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। যা নিয়ে উঠেছে প্রশ্ন।
পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। এমন সিদ্ধান্ত ভালো লাগেনি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনেরও। তার মতে, নির্বোধ সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবিও।
এই তারকা ক্রিকেটারদের স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘খেলোয়াড়দের একটি বিরতি দেওয়া হয়েছে যাতে তারা সতেজ হয়ে ফিরে আসে এবং পারফর্ম করার জন্য প্রস্তুত হয়।’
চার ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন করে হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ, ফাস্ট বোলার মোহাম্মদ আলী, অফ-স্পিনার সাজিদ খান এবং আনক্যাপড খেলোয়াড় কামরান গুলামকে নিয়েছে পাকিস্তান। যা নিয়ে পিসিবি বলছে, ‘পিসিবি বিশ্বাস করে যে হাসিবুল্লাহ, মেহরান, কামরান গুলাম, মোহাম্মদ আলী, নোমান, সাজিদ এবং জাহিদের প্রত্যেকেরই বাকি দুটি টেস্টে দলকে দেওয়ার ক্ষমতা রয়েছে।’
এদিকে বাদ পড়ার পর মুখ খুলেছেন তারকা পেসার শাহিন আফ্রিদি। বলেন, ‘পাকিস্তান দলের জন্য শুভকামনা! একটি শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য আমরা সবাই আপনার অপেক্ষা করছি!’