Logo
Logo
×

খেলা

বাবরকে বাদ দেওয়ায় পিসিবিকে ধুয়ে দিলেন ভন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

বাবরকে বাদ দেওয়ায় পিসিবিকে ধুয়ে দিলেন ভন

মাইকেল ভন ও বাবর আজম/সংগৃহীত

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর স্কোয়াডে আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দলে জায়গা হয়নি বাবর আজম-শাহিন শাহ আফ্রিদির। এদের মধ্যে বাবর আজমকে বাদ দেওয়ায় তেলেবেগুনে জ্বলে উঠেছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন সাবেক এই ইংল্যান্ড ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘পাকিস্তান অনেকদিন জয়ের দেখা পাচ্ছে না…সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে এবং এরপরই তাদের সেরা খেলোয়াড় বাবর আজমকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট এমনিতেই চমকে ভরা, তবে এটা সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত। একদম বাজে সিদ্ধান্ত। যদি বাবর নিজে বিশ্রাম চেয়ে থাকে, তাহলে ভিন্ন কথা।’

বাবর-শাহিনের সঙ্গে নাসিম শাহ এবং সরফরাজ আহমেদকেও ইংল্যান্ড সিরিজের বাকি দুই টেস্ট থেকে বাদ দিয়েছে পিসিবি। নির্বাচক কমিটি তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছে, ক্রিকেটারদের বর্তমান ফর্ম, ফিটনেস এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টগুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিনিয়র ক্রিকেটারদের বদলি হিসেবে তিন নতুন মুখকে স্কোয়াডে রেখেছে পিসিবি। তারা হলেন-হাসিবউল্লাহ, মেহরান মুমতাজ এবং কামরান গোলাম।

আগামী ১৫ অক্টোবর মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচ রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২৪ অক্টোবর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম