বেন স্টোকস
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ফের মাঠে নামবে দলটি। তার একদিন আগে একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। যেখানে শক্তি আরও বাড়িয়েছে দলটি। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত ২ মাস ধরেই মাঠের বাইরে ছিলেন স্টোকস। মুলতানে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি এই অলরাউন্ডার। সেই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বে দিয়েছেন অলি পোপ। তবে দ্বিতীয় টেস্টে ফেরানো হয়েছে স্টোকসকে। নেতৃত্বও দেবেন তিনিই।
দ্বিতীয় টেস্টে স্টোকস ফেরায় বাদ পড়েছেন ক্রিস ওকস। এছাড়াও গাস অ্যাটকিসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় এই টেস্টে সুযোগ করে দেওয়া হয়েছে ম্যাথিউ পটসকে।
প্রথম টেস্টে অনেক রান দেখা গেলেও দ্বিতীয় টেস্টে সেই সম্ভাবনা কম। বৃষ্টি হওয়ায় মাঠটি এখনও বেশ ভেজা। তাই ধারণা করা হচ্ছে এই পিচে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। সে কারণেই বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, ম্যাথিউ পটস, জ্যাক লিচ, শোয়েব বশির।