ছবি: সংগৃহীত
কলকাতার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। একসময় বাংলাদেশের ক্লাবগুলো সেখানে নিয়মিত অংশ নিতো। তবে গত প্রায় এক যুগে ফি বছর আমন্ত্রণ পেলেও এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশের কোনো দল।
তবে এবার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯-২১ নভেম্বর কলকাতায় আইএফএ শিল্ডে অংশ নেবে মোহামেডান। সম্মতি জানিয়ে চিঠিও পাঠিয়েছে সাদাকালোরা।
টুর্নামেন্টের জন্য ৩০ সদস্যের বহর নিয়ে যেতে চায় মোহামেডান। তবে আয়োজকরা চাইছে ২৪ সদসের দল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
ক্লাবটির পরিচালক আবু হাসান প্রিন্স একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আইএফএ শিল্ডে খেলার জন্য আমরা চিঠি দিয়ে সম্মতি জানিয়েছি। ওই সময় আমাদের এখানে খেলা নেই। তবে ৩০ সদস্যের দল ছাড়া খেলা কঠিন। এ নিয়ে কথা চলছে।’
প্রসঙ্গত, ১৯৯৫ সালে সবশেষ আইএফএ শিল্ডে অংশ নিয়েছিল মোহামেডান। সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।