Logo
Logo
×

খেলা

পুরোনো ঠিকানায় মাহমুদউল্লাহ ও মাশরাফি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

পুরোনো ঠিকানায় মাহমুদউল্লাহ ও মাশরাফি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে জাতীয় দলে দুই চেনামুখ তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা তাদের পুরোনো সেই ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে গেছেন। প্রথম সেটের ড্রাফটের মধ্যেই সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে দেখা যাবে মাশরাফিকে। অপরদিকে মাহমুদউল্লাহ থেকে যাচ্ছেন ফরচুন বরিশালেই।

সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ থেকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি টানা দ্বিতীয় আসরে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তিনজনেই গত আসরে প্রথমবার বরিশালের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। যদিও এবার মাত্র দুজন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম থাকায় রিয়াদকে ছেড়ে দিয়ে তামিম-মুশফিককে ধরে রাখে বরিশাল। তবে ড্রাফট থেকে ঠিকই তারা তুলে নিলো রিয়াদের নাম।

অন্যদিকে, মাশরাফি গত বছরও খেলেছিলেন সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাকে এবারও তারা ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজির এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম