Logo
Logo
×

খেলা

বিপিএলে এক দলেই জাতীয় দলের চার অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পিএম

বিপিএলে এক দলেই জাতীয় দলের চার অধিনায়ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। বিপিএল ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন করে দেশীয় খেলোয়াড় ডাকলেও সাড়া পাননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ১৪ জনের ডাকে কেউই আগ্রহ দেখানি তার প্রতি।

ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজে ভরাডুবির কারণেই শুরুতে কোনো দলে জায়গা পাননি টাইগার অধিনায়ক শান্ত। তবে তৃতীয় ডাকে তাকে দলে ভিড়িয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমদের ফরচুন বরিশাল। যার ফলে সবমিলে একই ফ্র্যাঞ্চাইজিতে জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়কই গেলেন।

সবমিলে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়কই গেলেন। শান্তর আগে দলটি ভেড়ায় মাহমুদউল্লাকে। মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল দুজনই ড্রাফট অনুষ্ঠানে নিজেদের গত আসরের ফ্র্যাঞ্চাইজির দল গঠনের টেবিলে আছেন।

রিটেনশন লিস্ট থেকে দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখে বরিশাল। দুই জনেরই মূল্য ৬০ লাখ টাকা করে। এছাড়া রিয়াদ-শান্ত দুজনেই ড্রাফটের ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। যেখানে তাদের পারিশ্রমিকও ৬০ লাখ টাকা করে।

বিপিএলের আসন্ন আসর শুরুর কথা ছিল ১ জানুয়ারি। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন শুরুরে তারিখ ২৭ ডিসেম্বর। এই আসরে অংশ নিচ্ছে সাতটি দল, তাদের মধ্যে তিনটি দল নাম ও মালিকানা বদল করে এসেছে। আর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার দল নেই আসরটিতে।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম