Logo
Logo
×

খেলা

বিপিএলে দল পেলেন মাশরাফি, খেলবেন যাদের হয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম

বিপিএলে দল পেলেন মাশরাফি, খেলবেন যাদের হয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। যেখানে দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই আসরের মতো আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৪০ লাখ টাকা পারিশ্রমিকে ক্যাটাগরি ‘বি’ থেকে তাকে নিয়েছে সিলেট। 

গেল আসরে জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিপিএলের মাঝপথ থেকে বিরতি নিয়েছিলেন মাশরাফি। ওই সময় তার অনুপস্থিতিতে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক ঘোষণা করেছিল সিলেট।  

আগে থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই লম্বা সময় ধরে। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় বিপিএল খেলার  আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছিলেন ৪১ বছর বয়সি এই পেসার।  

এরমধ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলাও হয়েছে। তারপর সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী। এ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়।   


ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম