Logo
Logo
×

খেলা

পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের

ছবি: সংগৃহীত

২৯৮ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৫৯ রান তুলতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রান তাড়ায় শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ময়ঙ্ক যাদবের করা ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন তিনি।

অপর ওপেনার তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই তানজিদের উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। কাট করতে গিয়ে শর্ট থার্ডে থাকা বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন তিনি। ৩ চারে ১৫ রান করে সাজঘরের পথে হাঁটা ধরেন এই ব্যাটার।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৪) ধীরগতিতে ব্যাট করে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। তাতে অবশ্য কাজ হয়নি। পাওয়ার প্লের শেষ ওভারে এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়া রবি বিষ্ণোইয়ের বলে স্টাম্পড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ভারত। বাংলাদেশের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করে স্বাগতিকরা। সেঞ্চুরির দেখা পান ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন (১১১), ফিফটি আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের (৭৫) ব্যাটে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম