ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ দলের যাচ্ছেতাই ফিল্ডিং।
তিন ম্যাচের তৃতীয় টি-টোয়েন্টিতে সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবদের ব্যাটিং তোপের মুখে পড়ে ইনিংসের শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতীয় ব্যাটসম্যানদের তুরুপের তাসে পরিণত হন বাংলাদেশ দলের বোলাররা। তারা বল মাটিতেই পড়তে দেননি। ১২০ বলের মধ্যে ২২টি ছক্কা হাঁকান। আর চার মারেন ২৫টি।
একের পর এক বাউন্ডরি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২৯৭ রান করে ভারত। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ১১১ রান করেন ওপেনার সাঞ্জু স্যামসন। ৩৫ বলে ৭৫ রান করেন সূর্যকুমার যাদব।
ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে বোলারদের মতো ফিল্ডাররাও মানসিকভাবে ভেঙে পড়েন।
১৮তম ওভারের তৃতীয় বলে রান নিতে গিয়ে একপ্রান্তে একত্র হয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ। রান আউটের সহজ সুযোগ ছিল।
কিন্তু বল কুড়িয়ে নেওয়া লিটন দাস থ্রো পাঠালেন নন স্ট্রাইক স্টাম্পের অনেক পেছনে। তারপরও সুযোগ ছিল অধিনায়ক নাজমুলের সামনে। কিন্তু বল তিনি হাতেই নিতে পারলেন না। তিনিও সহজতম আউট মিস করেন।
ঠিক পরের বলে রিয়ান পরাগ বল তুললেন আকাশে। মিড উইকেট বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেন পারভেজ হোসেন ইমন। অল্পের জন্য হাতে নিতে পারেননি। অথচ কাছেই দাঁড়িয়ে ছিলেন মাহমুদউল্লাহ। তিনি চেষ্টাও করেননি।