স্যামসনের ঝোড়ো সেঞ্চুরি, চোখে সর্ষেফুল দেখছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
রিশাদ হোসেন এই দিনটিকে ভুলে যেতে চাইবেন। ইনিংসের দশম ওভারে বোলিং করতে এসে প্রথম বলটি ডট দিয়েছিলেন তিনি। তবে সে ওভারের পরের পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন। রিশাদের সে ওভারে তাণ্ডব চালিয়ে নব্বইয়ের ঘরে পৌঁছে যান তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে
ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদকে টানা চারবার সীমানাছাড়া করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্যামসন। ওপেনিংসঙ্গী অভিষেক শর্মা এদিন ছন্দে ছিলেন না, ৪ বলে ৪ রান করতেই ফিরেছিলেন তানজিম সাকিবের বলে। তবে তাতে একটুও দমে যাননি স্যামসন। নতুন ক্রিজে আসা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালিয়ে যান তিনি।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার নিজেও হাত চালিয়ে খেলায় চাপে পড়তে হয়নি স্যামসনকে। স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে ২২ বলেই ফিফটি তুলে নেন তিনি। পঞ্চাশ ছোঁয়ার পর আরও মারমুখী হয়ে ওঠেন এই ব্যাটার। আর ১৮ বল খরচ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্যামসন। ১২তম ওভারের প্রথম বলে বোলার মাহেদী হাসানের মাথার ওপর দিয়ে স্ট্রেইট ড্রাইভে ওই মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ৪০ বলে করা সেঞ্চুরি এখন ভারতের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।
বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে যে শুধু স্যামসন-ই স্টিম রোলার চালাচ্ছেন, তা নয়। ভারতীয় অধিনায়ক সূর্যকুমারও পিছিয়ে নেই, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ বলে ৬ চার এবং ৫ ছক্কায় ৬৬ রান করেন তিনি। আর ১৩ ওভার শেষে ভারতের দলীয় সংগ্রহ ১ উইকেটে ১৯০। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নেপালের। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল তারা। ভারতের দুই ব্যাটারের চোখ যে এখন সে রেকর্ডে, তা না বললেও চলছে।