মেহেদী হাসান মিরাজ/ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। নতুন মৌসুমে বদলে গেল তার ঠিকানা। বরিশাল ছেড়ে খুলনাতে পাড়ি জমিয়েছেন এই অলরাউন্ডার। বিপিএলের একাদশ আসরে তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে।
গতবার খুলনার কোচিং করিয়েছিলেন তালহা জুবায়ের। এবারও তার ওপরই আস্থা রাখতে যাচ্ছে দলটি। বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। যদিও মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দলটির।
শক্তি বাড়াতে এবার সরাসরি চুক্তিতে মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনা। এছাড়া গতবার দলটিতে খেলা স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে ধরে রেখেছে তারা।
তবে গত আসরে দলটির নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।
প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে শেষ সময়ে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত সময় কাটছে দলগুলোর।